ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ত্রাস ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্য রাতে নান্দাইল উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপার স্বামী রফিকুল ইসলাম ভূইয়ার দায়ের করা মামলায় তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ।
পরে শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত ছয় আসামি যথাক্রমে চন্ডীপাশা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন ও আলীম উদ্দিন, গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামের যুবলীগ নেতা জাকির হোসেন ভূইঁয়া চঞ্চল, অরন্যপাশা গ্রামের জয়নাল হাসান ও সুরাশ্রম গ্রামের মনোয়ার হোসেন মন্টু এবং নান্দাইল পাছপাড়া গ্রামের চাঁন মিয়াকে জেল হাজতে প্রেরন করে।
এছাড়া ওই মামলায় নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান মাহমুদ জুয়েল সহ ১৬ জনের নাম উল্লেখপূর্ব অজ্ঞাত আরো দেড়শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, ২০১৮ সনে আওয়ামী লীগ সরকারের আমলে উক্ত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ উল্লেখিত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার সহ চাঁদাবাজি, সন্ত্রাসী, ত্রাস ও নাশকতা ও বিভিন্ন ধরনের সন্ত্রাসীকর্মকান্ডে জড়িত ছিলেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ আসামিদের গ্রেফতার ও জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।