মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
গতকাল বুধবার ( ২ অক্টোবর) সন্ধ্যা ৭.৩০ থেকে ১১ টা পর্যন্ত ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি একই এলাকাতেই। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এ অভিযান চালিয়ে শহিদুলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুল এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে যার পরিপ্রেক্ষিতে নৌ বাহিনী পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটক করার সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২৮.৫ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা, ১টি রাম-দা, ৬ টি স্মার্ট ফোন এবং নগদ ৩২,০৮০ টাকাসহ ০৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ভোলা সদর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।