-বিশ্বজিৎ চক্রবর্তী গোপালপুর প্রতিনিধি
” শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার “-এবারের এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে টাঙ্গাইল জেলার গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ শনিবার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষা কমিশন গঠনের দাবিতে শিক্ষক সমাবেশ ও ৮ জন শিক্ষককে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে শিক্ষকদের র্যালিটি সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষক সমাবেশে এসে সমবেত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, গোপালপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, গোপালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আরিফুল হক মঞ্জু, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজমা পারভীন প্রমূখ। সমাবেশের দ্বিতীয় পর্বে গোপালপুর উপজেলার ৮ জন গুণী শিক্ষককে গুণী শিক্ষক সংবর্ধনা ও সম্মাননা-ক্রেষ্ট প্রদান করা হয়।
৮ জন গুণী শিক্ষক হিসেবে যারা সংবর্ধিত হয়ে সম্মাননা পেলেন তারা হচ্ছেন : মেহেরুন্নেছা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইদ্রিস আলী, গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ শরাফত উল্লাহ, হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদা বেগম, বাখুরিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়েব আলী খাঁন, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাখসুদা খানম।