ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস-২০২৪ পালিত

50
admin
অক্টোবর ৫, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

৫ অক্টোবর-২০২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস-২০২৪ পালন উপলক্ষে শহরের পিটিআই গেট সংলগ্ন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) মিটিং রুমে সকাল ১১ টায় দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক এম এস মজনু মোল্লা, আলোচনায় অংশগ্রহণ করে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে অধ্যক্ষ মনিরুজ্জামান খান বলেন- ব্রহ্মপুত্র নদ খনন উপলক্ষে হাজার কোটি টাকার লোটপাট বন্ধ করতে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মো: একেএম মাহবুবুর রহমান (মহব্বত) প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলোচনা অংশগ্রহণ করে বলেন আন্ত সীমান্ত নদ-নদী গুলোতে আমাদের লোয়ার রায়পেরিয়ান কান্ট্রি হিসেবে যে অধিকার থাকার কথা তা না থাকায় আমরা যখন তখন বন্যার মত দুর্যোগের মুখে পরছি।

উক্ত আলোচনায় ছায়দা বেগম (শ্যামা) আলোচনায় অংশগ্রহণ করেই বলেন জামালপুরে অবস্থিত ঝিনাই সহ ছোট ছোট নদী গুলো র অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নদীগুলো অব্যবস্থাপনার জন্য নদী পাড়ে মানুষ ও মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন ও জীবিকার উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে।

মৎস্য সম্পদের উন্নয়নের জন্য আমাদের নদনদী ও জলাভূমি গুলো সংস্কার অতীব জরুরি।

আলোচনার অংশগ্রহণ করে গবেষক ও কলামিষ্ট মসিউল আলম বাবলু বলেন মানুষের বাসযোগ্য একটি পরিবেশ এর জন্য নদ-নদী গুলোর অবদান অনস্বীকার্য। নদ নদী গুলো দুরবস্থার কারণে আমাদের জলপথের অব্যস্থাপনা দেখা দিয়েছে। অথচ এক সময় বাংলাদেশের সহজ লভ্য পরিবহন খাতি ছিল নৌ পরিবহন। নদ-নদী গুলোর প্রবাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমাদের কাঙ্ক্ষিত কৃষি উন্নয়ন সম্ভব হচ্ছে না।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমাজ উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ এনামুল হক পরিশেষে সভাপতি মহোদয় নদ-নদীর প্রবাহমান জলধারা বজায় রাখার জন্য স্থানীয় জনসাধারণের এর চেয়ে উজানের দেশগুলোর জল প্রত্যাহার অধিক দায়ী বলে মনে করেন।

সকলকে আন্তর্জাতিক নদী দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর অ্যান্ড ডেভেলপমেন্ট এ এল আর ডি কে এই দিবস উদযাপনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সম্মতি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।