ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

50
admin
অক্টোবর ৫, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে আনন্দ র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনের থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলা আনসার-ভিডিপি ক্যাম্প পর্যন্ত গিয়ে শেষ হয় র‌্যালীটি । এরপর উপজেলা পরিষদের আঙিনায় দিবসটি ঘিরে কিছু ফলজ বৃক্ষরোপন করা হয়। সবশেষ আলোচনা সভা করে শেষ করা হয় দিবসের কর্মসূচী।

উপজেলা একাডেমিক সুপারভাইসার অনাদী কুমার বাহাদুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন, সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রধান মাওলানা সুলতানুর রহমান।

এসময় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদÐ আর শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমরা শিক্ষকরা যেন আমাদের অধিকারগুলো ফিরে পাই। আমরা যেন বৈষম্যের শিকার না হই। আমাদের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসা হোক। আমরা চাই আমাদের যথাযথ মর্যাদা। আমাদের অধিকারগুলো যেন সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে এবং আমাদের অধিকার ফিরিয়ে দেয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।