ইমরান মাহমুদ রাঙ্গাবালী প্রতিনিধি
জনাব মোঃ কামরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, পটুয়াখালী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অদ্য ১০/১০/২০২৪ খ্রি. রাঙ্গাবালী উপজেলা কোড়ালিয়া মাছ ঘাটে সকাল ১১.০০ ঘটিকায় সচেতনতা সভার আয়োজন করা হয়।
এ সময় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , জনাব, মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গাবালী পটুয়াখালী মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এমারৎ হোসেন, অফিসার ইনচার্জ, রাঙ্গাবালী থানা মহোদয়, আরোও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো আলমগীর, কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, রাঙ্গাবালী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও এবং উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার, জনাব, এস, এম, শাহাদাত হোসেন।
এবং আরো উপস্থিত ছিলেন অফিস সহকারী, ক্ষেত্র সহকারী , ইনুমারেটরসহ জেলে, বরফকল মালিক, মৎস্য আড়ৎদারগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এ সময় তিনি জেলেদের মাছ না ধরার জন্য নির্দেশ দেন,এবং জেলেদের সচেতন করে তিনি বলেন যে ইলিশ আমাদের দেশের সম্পদ এই সম্পদ রক্ষায়, তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সকল কে সচেতন করছেন এবং উপজেলা নির্বাহী মহোদয়, তিনি এই আইন অমান্য কারীদের শাস্তির কথা উল্লেখ করে বলেন যে ১ থেকে ২ বছেরর জেল অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে বলে জানিয়েছেন ।এবং উক্ত দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার জনাব, এস, এম, শাহাদাত হোসেন তার বক্তবে তিনি এই মা ইলিশ না ধরার জন্য নির্দেশ দেন,এবং এই মা ইলিশে জেলেদের মাছ না ধরার জন্য কার্ডধারী,জেলেদের কে সরকার থেকে ২৫ কেজি করে চাউল দেয়া হবে জানিয়ে তিনি বলেন এই চাউল খুব শিঘ্রীই বিতরন করা হবে বলে জানিয়েছেন.. এছারাও উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, রাঙ্গাবালী থানা অফিসার, ইনচার্জ জনাব, এমারৎ হোসেন।
তিনি তার বক্তব্য সকল জেলে কে মা ইলিশ রক্ষার জন্য অহব্বান জানান এবং সকলকে আইনের উপর শ্রদ্ধাশীল,হওয়ার জন্য নির্দেশ দেন। এছাড়াও উক্ত সচেতনতা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কোষ্টগার্ড রাঙ্গাবালী দক্ষিণ,জোন কন্টিজেন্ট কমান্ডার জনাব, আলমগীর হোসেন তার বক্তবে তিনি জেলেদের মা ইলিশ রক্ষার জন্য সচেতন করেন এবং আইনের, উপরে শ্রদ্ধাশীল, হওয়ার জন্য আহ্বান জান।