মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য “ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’”। বাংলাদেশে বিশ্ব ডিম দিবস বেশ কয়েক বছর ধরে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উদযাপিত হচ্ছে।
বিশ্ব ডিম দিবস হল অত্যন্ত পুষ্টিকর খাদ্যের উৎস হিসাবে ডিমের অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির একটি উত্তেজনাপূর্ণ সুযোগ, যার মাধ্যমে বিশ্বকে খাওয়ানোর সম্ভাবনা রয়েছে।
সারা দেশের ন্যায় জামালপুর প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক উৎযাপিত হলো বিশ্ব ডিম দিবস ২০২৪। জেলা প্রাণিসম্পদ দপ্তর এর সামনে থেকে রেলির মাধ্যমে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা এরপর সদর উপজেলা হল রুমে খামারি সহ বিভিন্ন স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: ছানোয়ার হোসেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা: মো: ইউনুস আলী, জেলা প্রশিক্ষণ অফিসার ডা: মো: এটিএম হাবিবুর রহমান, উপপরিচালক কৃত্রিম প্রজনন ডা: আবুল বাশার, এডিএলও, সরিষাবাড়ির ইউএলও, সরিষাবাড়ি ইউএলও ডাঃ হাবিবুর রহমান এবং সদর ইউএলও ডাঃ শরীফ আব্দুল বাসেত এবং উপস্থাপনায় ছিলেন এলইও ডাঃ মো: রাসেল মাহমুদ আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
সফল হউক বিশ্ব ডিম দিবস ২০২৪, সকল বাঁধা, প্রতিবন্ধকতা পেরিয়ে উৎপাদন বেড়ে যাক, খাদ্যের দাম, ডে ওল্ড চিকের দাম কমানোর মাধ্যমে ডিমের দাম হ্রাস পাক, উক্ত আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যাক্ত করে সবার লেভেল থেকে সবাই সহায়তার হাত বাড়িয়ে দিবেন এটাই কাম্য এবারের ডিম দিবসের।