ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের কৃষ্ণপুরে ছাত্র জনতার উদ্যোগে গ্রামীণপথ সংস্কার

50
admin
অক্টোবর ১২, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ বজলুর রহমান স্টাফ রিপোর্টার

শিক্ষা যেমন জাতিকে উন্নত করে ঠিক তেমনি একটি সুন্দর রাস্তা গ্রামকে উন্নত করে । রাস্তা নিয়ে গ্রামীণ অঞ্চলে অভিযোগের শেষ নেই । অত্র অঞ্চলে নতুন আত্মীয় করার ক্ষেত্রে গ্রামীণ এই রাস্তা কেই মূল দোষ হিসেবে গণ্য করা হয় । এমন অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য গ্রামীণ এ রাস্তা মেরামতে হাত দিয়েছে স্থানীয় ছাত্র জনতা ।

তথ্য নিয়ে জানা যায়, মানিকগঞ্জ সদর কৃষ্ণপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড উত্তর কৃষ্ণপুরের দীর্ঘ ২ কিলোমিটারের অধিক রাস্তা স্থানীয় সরকারের অবহেলার শিকার হয়ে তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে ।

স্থানীয়দের অভিযোগ, চার চাকার কোন গাড়ি এখানে চলতে দেখেনি । মাঝে মাঝে বিশ্রী ভাবে ভাঙার কারণে বাইক ও অটো রিক্সা দুর্ঘটনার শিকার হয় । পাশের খালটি বেদখল হওয়ায় হালকা বৃষ্টিতেই রাস্তার উপর হাঁটু পানি হয়ে যায় । এতে সকল প্রকার যাতায়াত অসম্ভব হয়ে পড়ে।

এ কারণে ভালো ঘরের কোন পাত্র পাত্রীর সম্বন্ধরা আত্মীয় বানাতে চায় না । কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মেম্বাররা সবকিছু দেখার পরও চোখ-কান বন্ধ করে রাখে । উপায়ান্তর না পেয়ে স্থানীয় ছাত্র সমাজ একত্রিত হয়ে ভাঙা রাস্তাটি মেরামত করছে।

রাস্তা মেরামত সম্পর্কে ছাত্রসমাজকে জিজ্ঞাসাবাদ করলে মোঃ রাসেল হোসেন বলেন, উত্তর কৃষ্ণপুরের আমাদের এ রাস্তাটি সবথেকে গুরুত্বপূর্ণ । রাস্তার দুপাশে হাজারখানেক পরিবারের বসবাস । কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হওয়ার পরেও এ রাস্তার প্রতি তেমন নজর নেই কারো । দৈনিক এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে । হাজার হাজার শিক্ষার্থী নষ্ট রাস্তা পার হয়েই তাদের শিক্ষাঙ্গনে পৌঁছায় । ভালো কোন জুতা ও কাপড় পড়ে বাইরে বের হওয়া যায় না ।

এখান থেকে ইউনিয়ন পরিষদে বা রাজিবপুর বাজার ও স্কুল এবং কলেজে যাতায়াতের বিকল্প কোন রাস্তা নেই । ছোটবেলা থেকে শুনে এসেছি রাস্তা পাকা হবে । নির্বাচনে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয় না ‌। সবকিছু দেখে স্থানীয় যুবসমাজ ও আমরা ছাত্রজনতা একত্রিত হয়ে পূর্ণ রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে । প্রাথমিকভাবে আমরা নিজ অর্থায়নে ২০০ বস্তা বালু ভরাট করে রাস্তার ভাঙ্গা স্থানে ফেলবো এবং যেখানে পানি জমা ট বেধেছে তা নিষ্কাশনের ব্যবস্থা করব এবং রাস্তার পাশে মাটির ক্ষয় রোধে আমরা ১০০০ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি । আমরা অনেকটা বাস্তবায়ন করেছি । তবে কোন এনজিও বা সরকারি সহায়তা পেলে আমরা গ্রামের রাস্তাকে আরো সুন্দর করতে পারব । স্থানীয় সরকার মোঃ বিপ্লব হোসেন সেলিম চেয়ারম্যানকে আমাদের পরিকল্পনা বিষয়ে অবহিত করেছি । তিনি আমাদের কে রাবিশ দিবে বলে আশ্বাস দিয়েছেন ।

এ বিষয়ে উত্তর কৃষ্ণপুরের পন্ডিত ও মাতব্বর হিসেবে খ্যাত শিক্ষক মোঃ রুস্তম আলী স্যার বলেন, আমাদের আশেপাশে উন্নয়ন হলেও এ রাস্তার উন্নয়ন হয়নি । রাস্তার কারণে গ্রামে ভালো কোন বিবাহের সম্বন্ধ আসে না । এছাড়া আমাদের আপন আত্মীয়-স্বজন ও আমাদের বাড়িতে আসতে দ্বিধাবোধ করে । এমন পরিস্থিতিতে পড়েছি যে, না যায় নৌকা চালিয়ে আসা, না যায় কোন গাড়িতে আসা । রাস্তা দিয়ে লুঙ্গি ছাড়া প্যান্ট পড়ে আসার অবস্থা নেই । পুরুষরা কোনভাবে আসলেও মহিলারা কিভাবে আসবে ? যাদের অতি প্রয়োজন তারা কাপড় নষ্ট করেই আসে । যাদের টাকা আছে তারা দূরে বাসা ভাড়া নিয়ে থাকছে । এভাবে আর কতদিন ? আমরা দ্রুত রাস্তার সংস্কার চাই ।

তবে, স্থানীয় যুব ও ছাত্র সমাজ রাস্তার কাজে হাত দেওয়ায় আমরা নিজেদেরকে গর্বিত অভিভাবক হিসেবে মনে করছি ।

মিডিয়ার সংবাদ শুনে শতশত অভিযোগকারী সরকারের নিকট বার্তা পৌঁছানোর নিমিত্তে একযোগে বলতে থাকে, ‘ অতি দ্রুত আমাদের রাস্তার সংস্কার চাই’ ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।