ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে পালিত হল ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

50
admin
নভেম্বর ৪, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ রক্তে জীবন রক্তে প্রাণ, আসুন করি রক্তদান” এই স্লোগানকে ধারণ করে মুন্সীগঞ্জে শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শ,ম, কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, বাংলা টিভির ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি রুবেল মাদবর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মো. ইয়াসিন আহমেদ।

ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসেবীদের ও জেলার ৩২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র, প্রচেষ্টা, বিক্রমপুর রক্তদান সংস্থা, মানবসেবা রক্তদান সংস্থা, রেডক্রিসেন্ট মুন্সিগঞ্জ ইউনিট, আনন্দ পাঠশালা, বিডি ক্লিনসহ বিভিন্ন সংগঠন।এছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার কারণে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে হিরণ কিরণ থিয়েটার মুন্সিগঞ্জ, পলক এন্টারটেইনমেন্ট, আর্টি সিন্স, বৈঠকখানা, কাপ কেক সাবওয়ে।

এ সময় কেক কাটেন ও ন্যাশনাল ইউথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসে বীদের মুখে কেক তুলে দেন অতিথিবৃন্দ। সেই সাথে ২০২৩-২৪ইং অর্থবছরের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ করা হয়।জমকালো গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।