মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে জনপ্রতি নগদ ১ হাজার টাকা অর্থ সহায়তা ও বিনামূল্যে শীতকালিন ৮ প্রকারের শাকসবজির বীজ পেয়েছেন ৪শ কৃষক। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকার প্রদত্ত শীতকালীন শাকসবজির বীজ সকলে রোপন করবেন। যা দিয়ে আপনাদের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি অর্থও উপার্জন হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।