ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বার্ষিক ঔষুধ বিতরণ ও প্রানীসম্পদ উন্নয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত

50
admin
অক্টোবর ৩০, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে প্রাণীসম্পদ দপ্তরের বার্ষিক ঔষুধ বিতরণ ও বিভাগীয় পরিচালক ড. মো: নজরুল ইসলামের সাথে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে ঠাকুরগাঁও জেলা ও উপজেলার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজহার আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: নজরুল ইসলাম প্রমুখ। পরে ঠাকুরগাঁও জেলা ও উপজেলার নব যোগদানকৃত কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়। নব যোগদানকৃত কর্মকর্তারা হলেন, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজাহার আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রেজওয়ানুর হক, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সাইদুর রহমান, রানীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ্র মহন্ত, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোছা: মৌসমী আক্তার ও পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রনজিত কুমার সিংহ।

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় সর্বশেষ অগ্রগতি এবং সদ্য সমাপ্ত বিনামুল্যে পিপিআর টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। পোল্ট্রি শিল্পের বাজারে একদিনের ব্রয়লার ও ডিমপাড়া মুরগীর বাচ্চা এবং পোল্ট্রি খাদ্যের দাম বেশি হওয়ায় ক্ষুদ্র খামারীরা বিপাকে আছেন। এ বিষয়ে বিভাগীয় মনিটরিং কার্যক্রম জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় আলোচনা সভায়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।