ইমাম হাসান সোহান, সিনিয়র রিপোর্টার
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’–এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ধনবাড়ী এর সার্বিক ব্যবস্থাপনায় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রর্দশনী করা হয়। ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মজনুর রহমান আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন।
এসময় ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মজনুর রহমান ,ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার মো: আলতাফ হোসেন, লিডার মো: খাদেমুজ্জামান সহ ফায়ার সার্ভিস এর সদস্য , ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি , ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক – সম্পাদক মো: শাহ্ পরানুল ইসলাম রনি ফায়ার সার্ভিস এর সদস্য সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মুস্তাফিজুর রহমান বলেন, ‘ বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।তাই আমাদের যে কোনো দুর্যোগে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে ‘ ।এ সময় তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান ।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।