খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার অন্তর্গত শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর সদর উপজেলায় জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ১ দিনব্যাপী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস- ২০২৪ এর প্রচারাভিযান উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: সোলায়মান কবীর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক মো: খোরশেদ আলম, শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো: আ: মান্নান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ সাজেদা বেগম, ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য নুরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোশাররফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা: বকুল নাহার, অত্র ওয়ার্ডের সমাজ সেবক শুকুর মাহমুদ, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্প জামালপুর সদর উপজেলার সমন্বয়কারী সুজিত চিসিম, অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন স্পেশালিস্ট মোঃ কওনান মুরসালিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের জেন্ডার ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা ছাদেকা বেগম। উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা: বকুল নাহার বেগম বলেন কন্যা শিশু ও কিশোরী নির্যাতন প্রতিরোধে সরকারের সাথে আমরা সকলে মিলে কাজ করছি। বাল্য বিয়ে নিরোধে সঠিক তথ্য অনুসারেই ইউনিয়ন পরিষদ জন্মনিবন্ধন সম্পন্ন করতেছে বলে জানান সংরক্ষিত আসনের সদস্য মোছা: নার্গিসত। এছাড়া শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর একজন ছাত্রী বলেন “আমরাও পড়ালেখা করতে চাই, সাবলম্বী হতে চাই, আমাদের অভিভাবকদের কাছে অনুরোধ, আপনার সন্তানকে বাল্যবিয়ে দিবেন না।” জেসমিন প্রকল্প জামালপুর সদর উপজেলার সমন্বয়কারী সুজিত চিসিম নারী শিশুর নির্যাতনের কুফল নিয়ে আলোচনা করে বলেন পরিবারে মা-মেয়ে-ছেলের বউ ভালো থাকলে সম্পুর্ণ পরিবার ভালো থাকবে।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায়, অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার কারিগরী তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পকে সাধুবাদ জানিয়ে সভাপতি শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: সোলায়মান কবীর উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এছাড়াও শাহবাজপুর ইউনিয়নের গ্রাম পর্যায়ের উৎপাদক দলে এই প্রচারাভিযান সম্পর্কে সম্যক আলোচনা করা হয়েছে।