ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়ায় ইলিশ ধরার অপরাধে দুই জেলে আটক

50
admin
অক্টোবর ১৫, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মহসিন (২৮) ও শাহালম (৪৫) নামে দুই জেলেকে আটক করা হয়েছে।

মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে আসামী মহসিন’কে-৩ মাসের কারাদণ্ড এবং শাহালম’কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ’ সংরক্ষণে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযানকারী স্পিডবোট দেখে বিপদজনক ভাবে পলায়নরত অবস্থায় দু’জেলেকে আটক করা হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। পরে এসব মাছ স্থানীয় দরিদ্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় দরিদ্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে সহায়তা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ-পুলিশ, কোস্টগার্ড এর সদস্যেরা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।