ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শার্শার কায়বার কৃতি সন্তান মালদ্বীপের বিমান পরিষেবায় সেরা ইউএস-বাংলার জাহিদুল

50
admin
অক্টোবর ১৫, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

শাকিল হোসেন জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম রনি।

জাহিদুল ইসলাম রনি বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ভবানীপুরের কৃতি সন্তান।তিনি কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের নাতি ও বিশিষ্ট মোটরসাইকেল ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল ইসলাম লাল্টুর ভাগ্নে।

১৩ অক্টোবর (রবিবার) মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মিষ্টার ডোনারের হাত থেকে বেস্ট স্মাইল ক্যাম্পেইনের সেরা পুরস্কারটি গ্রহণ করেন জাহিদুল ইসলাম রনি।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টির ও বেশি এয়ারলাইন্স কোম্পানি।

এ বিষয়ে জাহিদুল ইসলাম রনি বলেন, এই পুরস্কারটি পেয়ে আমি খুবই আনন্দিত কারণ আমি একজন বাংলাদেশী। আর বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ড থেকে আমি বিশ্বের ৩৩ টা দেশকে টপকিয়ে এই পুরস্কারটি অর্জন করতে পেরেছি। এবং ভবিষ্যতেও আরো ভালো কিছু করব ইনশাল্লাহ।

সদা হাস্যজ্জলমুখ, গতিশীল ভালো আচরণ ও যাত্রীবান্ধব ম্যানেজার হিসাবে সুপরিচিত কায়বার জাহিদুল ইসলাম রনির বেস্ট স্মাইল ক্যাম্পেনে সেরা পুরস্কারে ভূষিত হওয়াই তার পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, দেশবাসীসহ প্রবাসী অনেক বাংলাদেশীরাও তার ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিবৃতি দেন এবং সামনে দিনে দেশ ও জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে পারেন এই মঙ্গল কামনা করেন এলাকাবাসী

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।