মিজানুর রহমানঃ
রংপুর র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৬৮০ বোতল ফেনসিডিল ও ৭২৯ পিস বুপেনরফিন এ্যাম্পুল ইনজেকশনসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে রংপুর র্যাব ১৩ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দুলালী অভিয়ান চালায়।এসময় আসামীর বসত বাড়ী তল্লাশী করে ৪৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম (২৪) পিতা মোঃ ইব্রাহিম হোসেন ও মোঃ বাদশা আলম (৪৪), পিতা-মোঃ আবুল হোসেন কে গ্রেফতার করে।
মঙ্গলবার সকাল ০৭ টায় অপর একটি অভিযানে র্যাব-১৩, রংপুর সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন রংপুর-বগুড়া মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে একটি মোটরসাইকেল তল্লাশী করে ২৩১ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া (৩৮), পিতা-মোঃ আবু তাহের, গ্রাম-জাহানাবাদ, থানা-বগুড়া সদর, জেলা- বগুড়াকে গ্রেফতার করে।
একইদিন দুপর ১২ টায় রংপুর র্যাব-১৩ এর অভিযানিক দল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বসত বাড়ী তল্লাশী করে ৭২৯ পিস চেতনানাশক বুফেনরফিন এ্যাম্পুল ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী মোঃ রাব্বি (২৭), পিতা-মোঃ আব্দুল গনি,গ্রাম-চুরিপট্টি,থানা হাকিমপুর, দিনাজপুর কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় মাদক মামলায় হস্তান্তর করা হয়।
রংপুর র্যাব ১৩এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।