ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টি প্রতিবন্ধীদের আপন করে নেওয়ার আহ্বান জানালেন জামালপুরের জেলা প্রশাসক

50
admin
অক্টোবর ১৫, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে বিশ্ব সাদাছড়ি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, দৃষ্টি প্রতিবন্ধী প্রতিটি ছেলে-মেয়েদের নিজের পরিবারের সদস্য হিসেবে ভেবে তাদের আপন করে নেন। আল্লাহ তাদের উপর অশেষ রহমত দান করে থাকেন। তাদের প্রতি সদয় হলে এবং সমাজের মানুষগুলো এগিয়ে আসলে আত্মসন্তুষ্টি পাওয়ার পাশাপাশি সার্বিক উন্নয়নে তারা ভূমিকা রাখার সুযোগ পাবে।

দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সদস্যদের যথাযথ পরিচর্যা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সমাজের চেহারাটাই পাল্টে যাবে। দৃষ্টি প্রতিবন্ধী ছেলে, মেয়েদের শিক্ষা, সংস্কৃতি চর্চা, অনুশীলনের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে সার্বিক সহায়তা দানের আশ্বাস দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রোকোনুল ইসলাম। এবারের সাদাছড়ি দিবসের শ্লোগান “হাতে থাকলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি”।

উক্ত অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন রেজোয়ানা রশিদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র ফিল্ড সুপারভাইজার মো: এমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সুযোগ্য সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়। এর আগে শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টার চত্বর (ফৌজদারি মোড়) থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ত্রি-চাকা বিশিষ্ট হুইল চেয়ার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।