এনামুল কবির, বানারীপাড়া :-
বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ নিধনের সময় জালসহ আটক ২ জন। সারাদেশের ন্যায় বানারীপাড়ায় চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু অসাধু জেলে সংখ্যায় বেশি হওয়ায় মাঝে মধ্যে পড়তে হয় বিপাকে।
উপজেলক মৎস্য কর্মকর্তা জানান, উপজেলা মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সহযোগিতার সকলে মিলে তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। আজকে ২ জন জেলে আটক হয়েছে।
আমাদের তরফ থেকে চেষ্টার কোন ত্রুটি নেই। ১৬ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার মৎস্য দপ্তরের অভিযান কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় আটককৃত আসামিদের কারাদণ্ড প্রদান ও আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।