ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের পর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করলেন ইউএনও

50
admin
অক্টোবর ১৬, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর নাটোরের লালপুর ও বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী ভবানীপুর মাঠের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

বুধবার (১৬ অক্টোবর) সকালে ভবানীপুরের ফসলি মাঠ এবং মাঠের পানি নিষ্কাশনের খালের বড়াইগ্রাম এবং লালপুরের অংশ পরিদর্শন করেন তারা। উল্লেখ্য গত ১৩ অক্টোবর ” হুমকিতে ১৬০০ বিঘা ফসলি জমি” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বড়াইগ্রাম এবং লালপুর উপজেলা প্রশাসনের নজরে আসে।

তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের এই সমস্যাটির স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই উপজেলায় অবস্থিত অবৈধ দখল ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এলাকা পরিদর্শন করেন । তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দীর্ঘদিনের এই সৃষ্ট সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।

পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার , বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাদী হাসান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী,  উপ- সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার কর্মকার ও মোঃ সালাউদ্দিন,  ওয়ালিয়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম শফি, বড়াইগ্রামের ০১ নং জুয়াড়ী ইউপি’র ৯ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।