মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
“Why are clean hands still important” (স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ) প্রতিপাদ্যে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কিশোরীদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
কিশোরীদের নিয়ে “স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যে ১৭ অক্টোবর ২০২৪ রানাগাছা ইউনিয়নে আলোচনা সভার আয়োজন করা হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্প কর্তৃক।
উক্ত সভায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন রানাগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল লতিফ, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক মো: খোরশেদ আলম, ইউপি সদস্য মো: রমজান আলী, জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং।
উক্ত সভা সঞ্চানালয়ে ছিলেন জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং। জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং সভায় জেসমিন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলের উদ্দেশ্যে বিষদভাবে আলোচনা করেন।
আলোচনা সভায় রানাগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল লতিফ বলেন-‘শিক্ষার্থী-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।’
তিনি বলেন, ‘জনস্বাস্থ্যের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
সভায় রমজান আলী মেম্বার বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের উদ্যোগে জনসচেতনতামূলক এ আয়োজন সবার জন্য স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে জনস্বাস্থ্যের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। সামাজিক এ আন্দোলনকে আরও বেগবান করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমসহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।’
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক মো: খোরশেদ আলম বলেন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। সুইডেনের স্টোকহোমে ২০০৮ সালের ১৫ অক্টোবর বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এই দিবসটি উদযাপন করে। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারিখটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য-স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন হাত সর্বদা গুরুত্বপূর্ণ ‘ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছরের মতো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’-অর্জনে এবং সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।
সভায় বক্তারা হাত ধোয়ার প্রয়োজনীয়তা, হাত ধোয়ার ধাপ, হাত ধোয়ার গুরুত্বপূর্ণ সময়গুলো, হাত ধোয়ার সাথে সুস্বাস্থ্যের সম্পর্ক ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিষদভাবে আলোচনা করেন।
পরিশেষে ৫০ জন কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়।