ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রয়কে কেন্দ্র করে মারামারিতে ১জন নিহত

50
admin
অক্টোবর ১৮, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 শফিয়ার রহমান পাইকগাছা: –

খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে মারামারিতে ফজর গাজী (৫০) নামে একজন মারা গেছে।

উপজেলার শ্যামনগর গ্রামের শ্যামনগর পশ্চিম পাড়া জমে মসজিদে একই গ্রামের আবু বাক্কার সেক নামে এক ব্যক্তি একটি ছাগল দান করে।

মসজিদের সভাপতি মমিন গাজী জানান,জুম্মার নামাজ শেষে দানের ছাগল প্রকাশ্যে ডাকে বিক্রয়ের জন্য ডাক শুরু হলে মোস্তফা গাজী, বুলবুল গাজী, রহমত গাজী, কাদের সরদারসহ ১০/১২ জন মিলে ফজর গাজী, শাহিন সরদারের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের ৪জন মারাত্বক আহত হয়। স্থানীয় মুসল্লিরা আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

পাইকগাছা হাসপাতালেরর কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, বেলা সাড়ে ৩টার দিকে মারামারির ৪জন রোগী হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন। তার মধ্যে ফজর আলী গাজী নামের ব্যক্তি ভর্তির আগেই মৃত বরন করেন। বাকিরা চিকিৎসাধীন থাকলেও বুলবুল নামে একজন ভিড়ের মধ্য পালিয়ে গেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাশ জানান, মসজিদের দানের ছাগল ডাকে বিক্রয়কে কেন্দ্র করে মারামারিতে ফজর নামে একব্যক্তি নিহত হয়েছে। লাশের সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। এরিপোর্ট লেখা পর্যন্ত একনো মামলা হয়নি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।