খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর ভবিষ্যৎ ” এই স্লোগানকে সামনে রেখে জামালপুর পৌরসভার ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, জামালপুর এর অন্তর্গত ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও ব্র্যাক এর সার্বিক সহযোগিতায় ১ দিনব্যাপী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস- ২০২৪ এর প্রচারাভিযান উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম তিনি উল্লেখ্য করেন ব্র্যাক কর্তৃক আয়োজিত এ ধরনের কার্যক্রমটি একটি ভাল উদ্যোগ অধিকার এখানে, এখনই (Right Here Right Now) প্রকল্প সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কার্যক্রমের সাথে সরকারি দপ্তর সহ এনজিও গুলো ইউনিয়ন পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলার সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক, বিশিষ্ট গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: জাহাঙ্গীর সেলিম, ইজ্জাতুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, ব্র্যাক এর এরিয়া কো-অডিনেটর মোঃ জিল্লুর রহমান, ব্র্যাক সেলফ অফিসার মোঃ আলমগীর মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিষদ ভাবে আলোচনা করেন ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক তিনি বলেন কিশোরী ও তরুণরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে যাতে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তীর ক্ষেতে যে সামাজিক ‘ ট্যাবু ও বাঁধা রয়েছে তা দূর করা। সমাজের বিভিন্ন শ্রেনী- পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটা অনুকূল পরিবেশ তৈরি করা।
মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইজ্জাতুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, উন্নয়ন সংঘের পরিচালক, বিশিষ্ট গণমাধ্যম ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক এর জিজেডি জহিরুল আকন্দ, ডিএম, এইচ আর জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন ব্র্যাকের ডিওয়াইএম কাকলি আক্তার। অনুষ্ঠানে ব্র্যাক এর RHRN-2 ইয়ুথ স্কুল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগন সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।