নিপুন জাকারিয়া
জামালপুর সদরের তুলশীপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিলনকে সভাপতি মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।
রবিবার (২০ অক্টোবর) কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রহুল আমিন মিলন কে সভাপতি পদে মনোনীত করা হয়। এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে, সারা দেশের স্কুল কলেজের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।
এখন নতুন রূপে কমিটি গুলো গঠন করা হচ্ছে। যানা যায়- রুহুল আমিন মিলন জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ও জাতীয়তাবাদীর আদর্শ বিশ্বাসী মানব কল্যাণে কাজ করা অনেক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
তিনি তুলশীপুর ডিগ্রি কলেজের শিক্ষার গুণগত পরিবেশ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন। মোহাম্মদ রুহুল আমিন মিলনকে তুলশীপুর ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত হওয়ায় কলেজের শিক্ষক -শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।