নিপুন জাকারিয়া :
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৬শ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ৬শ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কালাবহ সুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মো. রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দ বাড়ী এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)।
এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ৬শ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তারের হওয়ার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুধী মহল ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডিবিকে। সে সময় তারা তালাশ টাইমকে বলেন, গডফাদার ও ডিলাররা এখনো ধরাছোঁয়ার বাইরে। ছোট ছোট মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হলেও ডিলারসহ এলাকার মাদক পাচারকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে অধিপত্য বিস্তার করেছে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের যারা গডফাদার,তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।