নিপুন জাকারিয়া
সারাদেশের ন্যায় জামালপুরেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বাধীনের পর, প্রতিহিংসা মূলক রাজনীতি না করে, তৃণমূল জনগণের ভালোবাসা নিয়ে, এগিয়ে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারি ধারাবাহিকতায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে দেশব্যাপী কর্মসূচী অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করছে জামালপুরে। তিনি বলেন, কোরআনের আলোকে দেশ পরিচালনা করতে চাই দেশের মানুষ । কোরআনের পাখিদের ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের ১৮ লক্ষ জনগন। তিনি আরও বলেন, ফ্যাসিক আওয়ামী লীগ সরকার খুন-গুমের রাজনীতি করে, দেশকে নৈরাজ্য পরিণত করেছিল। বাংলার ১৮ কোটি জনগণ তাদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে তাদের তাদের উত্তরসূরিদের কাছে ভারত পাঠিয়ে দিয়েছে।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডবে শহীদ ভাইদের স্মরণ করে বলেন, হত্যাকারীদের শাস্তি বাংলার মাটিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর আইনজীবী আছিমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আকন্দ মোকাদ্দেছ আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সদস্য গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার প্রচার সম্পাদক মো: আল মাসুম, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কুদরতে খুদা, ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সভাপতি আহমদ সালমান আরো অনেকে।