ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

50
এনামুল কবির, স্টাফ রিপোর্টার :-
নভেম্বর ২, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালের বানারীপাড়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে।

২নভেম্বর শনিবার ৫৩ তম জাতীয় সমবায় দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা মিলনায়তন কক্ষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)  মুসতাহসিন তাসনিম রহমান অনিন্দ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ মোস্তফা। উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো আবুল বাশার রাঢ়ি। জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আরও বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও  সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন।

এ সময় আরো  উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস শেখ, মোঘল সুমন সাফকাত, মাইদুল ইসলাম শফিক প্রমুখ। সমবায় দিবসকে সার্থক ও সাফল্য মন্ডিত  করতে আলোচনা সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো আবুল বাশার রাঢ়ি। এসময় বক্তারা সমবায়দের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সমবায়িরা কি কি কাজ করতে পারবেন এবং কি কাজ করতে পারবেন না এ বিষয়ে সার্বিক দিক নির্দেশ দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো আবুল বাশার রাঢ়ি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।