নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আমার নেতাকর্মীদের শহীদ করেছে এবং শহীদদের হাতের নখ পায়ের নখ ছিঁড়ে ফেলা হয়েছিল শুধু তাই নয় নানা অনিয়ম দূ্র্নীতি করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।আওয়ামীলীগ নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেশের জনগন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি আরো বলেন আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকবো আর এটাই হলো বিএনপি, পরিশেষে তিনি শহীদ আঃ আলিম ও শহীদ সোহানুর রহমান রঞ্জু এর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন। শনিবার (২রা নভেম্বর )২০২৪ইং, বিকাল ৩.০০ ঘটিকা পাইকপাড়া মডেল হাই স্কুল মাঠে, এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসময়, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি,ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপি। জনাবা রুমানা মাহমুদ, সভাপতি, জেলা বিএনপি, সিরাজগঞ্জ ও সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) জনাব সইদুর রহমান বাচ্চু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, সিরাজগঞ্জ। জনাব মজিবর রহমান লেবু, সহ-সভাপতি, জেলা বিএনপি ও সাবেক সভাপতি, সদর উপজেলা বিএনপি, সিরাজগঞ্জ। সভাপতিত্ব করেন: জনাব সরকার মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, সদর উপজেলা বিএনপি, সিরাজগঞ্জ। সঞ্চালনায়: জনাব এ্যাডঃ এস, এম নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি, এছাড়াও সিরাজগঞ্জ জেলার, সকল,অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।