আওয়ামী লীগপন্থি অধ্যক্ষের অপসারণের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো রংপুর মেডিক্যাল কলেজে বিরোধী চিকিৎসক ছাত্র, ড্যাবসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন আজকের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল কর্মবিরতি ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা পযন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি যাবে আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনও চলছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টার পর কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাক্তার সচিব শরিফুল ইসলাম মন্ডল, ডা. মোখলেসুর রহমান সরকার, ডা. নিখিলেন্দু গুহ রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বক্তারা অভিযোগ করেন, শহীদ আবু সাঈদ এর ময়নাতদন্ত রিপোর্ট বিকৃতির চেষ্টাকারী, আওয়ামীপন্থি স্বাচিপ নেতা ডা. মাহফুজুর রহমানকে আজকের মধ্যে অন্যত্র বদলি ও পদোন্নতি বাতিল করতে হবে। তা না হলে কর্মবিরতিসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বাধ্য হবেন আন্দোলনকারীরা।
রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চিকিৎসকরা।