সিরাজগঞ্জের কাজিপুরে মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩,৫০০ কেজি সরকারী চাল উদ্ধার করেছে। এই অভিযান পরিচালনা করেন কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম। অভিযানের খবরটি আসে গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে জানা যায় সরকারী চাল অবৈধভাবে ক্রয় করে একটি বাড়িতে মজুত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয় এবং শফিকুল ইসলাম নামে এক রাজমিস্ত্রীর বাড়ি থেকে চাউলগুলো জব্দ করে। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো উদ্ধার করে স্থানীয় সরকারি গুদামে পাঠানো হয়।
এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।