ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

50
বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়ায় হাই-টেক পার্কের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে যশোরগামীর বাসের যাত্রীর কাছ থেকে ৩ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়।

সোমবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির নেতৃত্বে যৌথবাহিনীর নাটোর-বগুড়া মহাসড়কে রাত্রিকালীন ভ্রাম্যমান চেকপোস্ট বসানো হয়। অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে এ ভ্রাম্যমান চেকপোষ্ট স্থাপন করা হয়।

সেনাবাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার রবিউল গাড়ি চেকিং এ সিংড়া হয়ে যশোরগামী একটি বাস থেকে মো. হাবীল (৩২) নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি পরিমাণ গাজা জব্দ করে যৌথবাহিনী। আসামিকে গ্রেফতার করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন হয়েছে।

সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির জানান, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।