ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় ৪ কেজি গাঁজাসহ আটক নারী মাদক ব্যাবসায়ী

50
 এনামুল কবির, স্টাফ রিপোর্টার
নভেম্বর ৫, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

 বরিশালের বানারীপাড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।

৫ নভেম্বর মঙ্গলবার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক কারবারি শাকিলের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে  চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-মামুনের সঙ্গীয় ফোর্সসহ তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ৪ কেজি গাঁজা সহ শাকিলের স্ত্রী মিমকে গ্রেফতার করে।

পরবর্তীতে শাকিলের স্ত্রী মিমকে ১ নম্বর ও শাকিলকে ২ নং পলাতক আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক কারবারি শাকিলের বাবা জানান, ছেলে শাকিলের এমন কর্মকাণ্ডে তিনি লজ্জিত এবং প্রশাসনের কাছে মাদক কারবারি ছেলের শাস্তির দাবি করে।

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তফা সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি বানারীপাড়াঙ থানায় মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সেবক বা মাদক কারবারি  যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

এদিকে মাদকের বিরুদ্ধে সফল অভিযানে প্রশংসায় ভাসছেন থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা ও চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আল-মামুন। বানারীপাড়ায় সাধারণ মানুষের প্রত্যাশা এধরণের মাদক বিরোধী অভিযান চললে মাদক নামক সামাজিক ব্যাধি নির্মুল করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।