ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে ৪৫০০ কিমি পাড়ি দিয়ে সিরাজগঞ্জে তুর্কি যুবকের বিয়ে

50
আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৪ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে যেন রূপকথার গল্পের মতো একটি ঘটনা ঘটেছে। তুরস্কের যুবক মুস্তফা ফাইক, প্রেমের টানে ৪৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন, যেখানে তিনি কামরুজ্জামান মানিকের মেয়ে মল্লিকাকে বিয়ে করেছেন।

গত সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে রোববার বাংলাদেশে আসেন এই তুর্কি যুবক। তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মল্লিকার একটি ছবি দেখে তার প্রতি আকৃষ্ট হন মুস্তফা। এরপর তাদের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অবশেষে দীর্ঘ দিনের সম্পর্ককে পরিণতি দিতে বাংলাদেশে আসেন মুস্তফা। মুস্তফা বলেন, “আমি প্রেমের টানেই বাংলাদেশে এসেছি এবং মল্লিকাকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত।” এছাড়াও তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে জানান। মল্লিকার পরিবার এবং এলাকার মানুষও এমন এক প্রেম কাহিনীতে ভীষণ খুশি।

মল্লিকার মা ও স্বজনরা এই বিয়ে মেনে নিয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং এলাকাবাসী মুস্তফাকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন মল্লিকার বাড়িতে। মল্লিকা জানান, তিন বছরের প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ায় তিনি খুবই খুশি। ভিসা প্রসেসিং শেষ হলেই তিনি তুরস্কে যাবেন মুস্তফার সঙ্গে নতুন জীবন শুরু করতে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।