গোপালপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে উপজেলা বিএনপি এক বর্ণাঢ্য র্যালি করেছে।
১৯৭৫ সালের আজকের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে নেমে এসেছিল সিপাহি জনতা। এই দিন সংঘটিত হয়েছিল সিপাহী জনতার এক ঐতিহাসিক বিপ্লব। বাংলাদেশের রাজনীতিতে আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট-পরবর্তী সেনা অভ্যুত্থান,পাল্টা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহী জনতার ঐক্যের অভ্যুত্থান দেশ ও জাতিকে অনাকাঙ্খিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব- অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক বন্দি দশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান।
পরবর্তীতে বিএনপি সহ সমমনা দলগুলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উথান,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন,সদস্য সচিব বদিউজ্জামান রানা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স,উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহম্মেদ সোহাগ, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার শরিফ, নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু,সভাপতি শ্রমিক দল মো: আমিনুল ইসলাম,সভাপতি উপজেলা কৃষক দল হাতেম আলী,সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দল খন্দকার হেলাল, ৭ নং ওয়ার্ড সভাপতি জাসাস মেহেদী হাসান নিয়ন প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে উপস্থিত ছিলেন।