সিরাজগঞ্জের কাজিপুরে দুই যুবক গোসলের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আটক হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে, যেখানে বুধবার (৬ অক্টোবর) রাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ধারায় তাদের আটক করে যৌথবাহিনী।
আটককৃতরা হলেন, মাইজবাড়ি গ্রামের বেলাল হোসেনের পুত্র রাকিবুল হাসান মিস্টার (২৮) একই গ্রামের খোকন মন্ডলের পুত্র শামিম রেজা বাবু (২৭)।
ধুনট উপজেলার বাকসাপাড়া গ্রামের বাসিন্দা রিফাজ উদ্দিনের ছেলে আবুল হাসান কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, মাইজবাড়ি গ্রামের রাকিবুল হাসান মিস্টার এবং শামিম রেজা বাবু নামে দুই যুবক তার স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। অভিযুক্তরা তার স্ত্রীর বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করে ভিডিও ধারণ করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।
সেনাবাহিনী অভিযোগটি আমলে নিয়ে অভিযান চালিয়ে মাইজবাড়ি গ্রাম থেকে দুই অভিযুক্তকে আটক করে কাজিপুর থানায় হস্তান্তর করে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের শেষে বৃহঃপ্রতিবার (৭ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।