১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতিরৃন্দ গতিধারা পাল্টে গিয়েছিল।
দেশ ও জাতি ঘুরে দাঁড়িয়েছিল। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইলে ঐতিহাসিক ৭ নবেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, উপলক্ষে নান্দাইল পৌরসভার পাঁছপাড়া এলাকার বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য জনাব, ইয়াসের খান চৌধুরী নিদের্শে বিএনপি নেতা আসরাফ উদ্দীন বাদল সরকার’র সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি র্যালি করা হয়। র্যালি শেষে পৌরসভার মডেল মসজিদের বিপরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মিজানুর রহমান,লিটন,, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের মৎস ও পশুপালন বিষয়ক সম্পাদক মো:আলমগীর খান, সাবেক পৌর কাউন্সিল রফিকুজ্জামান ভূইয়া মনির, সাবেক পৌর কাউন্সিল লোকমান হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, শিল্প বিষয়ক সম্পাদক মাসুদআলী মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন, সম্পাদক রুকন মুন্সি, পৌর যুবদল নেতা আঙ্গুর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রতন, উপজেলা ছাত্রদলের আহবায়ক অনিক আহমেদ বাবুল, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, নাজিম উদ্দিন ভূঁইয়া নাদিম, রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আহবায়ক ইমরান সরকার, সাংগঠনিক সম্পাদক পিয়াস সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ-সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে স্বৈরাচার পতন হয়েছে। এ পতন চিরদিনের এবং ইয়াসের খান চৌধুরীর হাতকে শক্তিশালী করে বিএনপিকে সুসংগঠিত করার আহ্বান জানানো হয়।