ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলের দৃষ্টিনন্দন বাস টার্মিনালের কার্যক্রম শুরু

50
সুজন আহমেদ বেনাপোল প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল পৌরসভা ও বন্দর এলাকায় যানজট নিরসনে বেনাপোলের আমড়াখালিতে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন বাস টার্মিনালটি আজ শুভ উদ্বোধন ঘোষণা করা হলো।

ফলে,দীর্ঘদিনের যানজটে থাকা বেনাপোল আজ থেকে যানজটমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বেনাপোল-যশোর হাইওয়ে সহ বেনাপোল বাজার ও বেনাপোল স্থলবন্দরের প্রায় ৩ কিলোমিটার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোকাল বাস ও দূরপাল্লার পরিবহন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে পোহাতে হতো ভারতগামী পাসপোর্ট যাত্রী ও বেনাপোল পৌরবাসীদের। ব্যাহত হতো ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য। সৃষ্টি হতো ভয়াবহ যানজট।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা দ্রুত বেনাপোলে পৌঁছালেও, এখানে এসে পড়তে হয় ভয়াবহ যানজটের কবলে। চরম ভোগান্তি নিয়ে পারাপার হতো যাত্রীরা। অপর দিকে, কমলমতী স্কুল-কলেজের শিক্ষার্থীরা যানজটের কারণে পায়ে হেঁটে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হতো।

বেনাপোল বন্দর দেশের সর্ববৃহৎ স্থল বন্দর হওয়ায় প্রতিদিন প্রায় পাঁচ’শ পণ্যবাহী ট্রাক ও আড়াই শত যাত্রীবাহী বাস চলাচল করে। বৃহস্পতিবার(৭ নভেম্বর/২০২৪ইং) সকাল সাড়ে ৯টায় যশোর জেলা প্রশাসকের নির্দেশনায় বেনাপোল পৌর বাস টার্মিনালটি উদ্বোধন করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান। সঙ্গে সহযোগীতা করেন ম্যাজিষ্ট্রেট-নুসরাত ইয়াসমীন (সহকারী কমিশনার,ভূমি,শার্শা ও বেনাপোল পৌর নির্বাহী অফিসার), বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রাসেল মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, পরিবহন সংশ্লিষ্ট সকল শ্রেণীপেশার মানুষ। উদ্বোধণী অনুষ্ঠানে বেনাপোল পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কাজী নাজিব হাসান এক উদ্বোধণী বার্তায় জানিয়েছেন- “আজ থেকে শার্শা উপজেলার বেনাপোল পৌর বাস টার্মিনালের কার্যক্রম শুরু করা হয়েছে। বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনে বেনাপোলবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল এই বাস টার্মিনালটি চালু হোক।

এই টার্মিনালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেনাপোলের সকল শ্রেণি-পেশার মানুষের স্বদিচ্ছা ও সহযোগিতা প্রয়োজন। শার্শা উপজেলা প্রশাসন সর্বদাই এই এলাকার মানুষকে সেবা প্রদানের জন্য চেষ্টা করে যাচ্ছে”। আনুষ্ঠানিক ভাবে চালু হওয়া বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার সংক্রান্ত নির্দেশনায় তিনি বলেছেন- “বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনকল্পে গঠিত কমিটির সিদ্ধান্ত ও শার্শা উপজেলার অক্টোবর/২০২৪ইং মাসের আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে।

বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোন বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় ০৩টি বাস ব্যতীত)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে”। “তিনি উল্লেখ করে বলেন, “বেনাপোল স্থল বন্দরের বাস টার্মিনাল শুধুমাত্র আন্তঃদেশীয় ০৩টি বাস ও রেন্ট-এ-কার পার্কিং এর জন্য ব্যবহার করা যাবে। এছাড়া রাস্তার পাশে কোন বাস/মিনিবাস পার্কিং করা যাবে না”।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।