নেত্রকোণা জেলা সদর উপজেলার রৌহা ইউনিয়নের সাহাপুর গ্রামের রহিজ উদ্দিন (৬০) এর ধানের জমি জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী ও এলাকাবাসী জানিয়েছেন, একই এলাকার নয়ন মিয়া, মামুন মিয়া, লিটন মিয়া, শমসের মিয়া,সবুজ মিয়া, আবু আসাদসহ ২০/২৫ জনের একটি দল বৃহস্পতিবার সকালে আকষ্মিকভাবে তার ক্ষেতের ধান কাটা শুরু করে।
এমতাবস্থায় সেনাবাহিনীর ক্যাম্পে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। এব্যাপারে নেত্রকোণা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার তিনি বলেন আমাদের একটি টিম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে যায় এবং ধান যেন কেউ জোরপূর্বক কেটে না নিতে পারে সে ব্যাপারে সতর্ক করে। এদিকে ভুক্তভোগী রহিজ উদ্দিন ও উপস্থিত এলাকাবাসী বলেন অভিযুক্তরা সাম্প্রতিকসময়ে রহিজ উদ্দিন ও তার পরিবারের লোকজনদের উপর নানাভাবে অত্যাচার করে আসছে।
এমতাবস্থায় উপস্থিত সকলেই ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেন। এসময় ভুক্তভোগী রহিজ উদ্দিনের সাথে নেত্রকোণা সদর উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ মোতালেব হোসেন, রৌহা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ সেলিম আহমেদ সেলিম, রৌহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক রহমান রনি, রৌহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ অর্ধশতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এবিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ভয়েস সেভেনকে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ জানিয়েছেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।