সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল উৎপাদন করা হয়েছে।উপজেলার পারসোনতলা,দূর্গানগরসহ বেশ কিছু এলাকায় এ উচ্চমূল্যেরো চাষাবাদ করা হয়।
প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) সংস্থার মাধ্যমে কৃষি ইউনিট (কৃষিখাত) প্রোগ্রামের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এই কার্যক্রমের আর্থিক ও কারিগরি সহযোগিতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। অত্র গ্রামে ১২ জন কৃষকের মাঝে ১৫ বিঘা জমিতে মালচিং পেপারের মাধ্যমে রঙিন ফুলকপি, বাঁধাকপি, রেড ক্যাবেজ, স্কোয়াশ,মরিচ, বেগুন, লাউসহ ফসল চাষ করা হয়।
মালচিং পেপারের মাধমে ফসল চাষ করলে কৃষকের উৎপাদন খরচ কম হয়, সেচ কম লাগে, আগাছা কম হয়, মাটির আর্দ্রতা ঠিক থাকে অর্থাৎ ফলন বাড়ে। এই প্রকল্প সম্পর্কে কৃষি ইউনিট এর ফোকাল পার্সন মোঃ মামুনুর রহমান বলেন ক্ষুদ্রঋণ সদস্যের আর্থ সামাজিক ও উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণের জন্য তিনটি শাখার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
এর ফলে কৃষকরা উন্নত প্রযুক্তি ও নতুন জাত পাচ্ছে, ফলে তাদের আয় বাড়ছে। সংস্থায় কর্মরত কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ বলেন চলতি মৌসুমে অত্র এলাকায় ব্যাপকভাবে মালচিং পদ্ধতি সাড়া ফেলেছে, প্রত্যেকটি ফসলের অবস্থা খুবই ভালো, ফলন ও বাজার মূল্য ভালো পাবে বলে কৃষকরা আশা করছে। এই কার্যক্রমকে সার্বিকভাবে সহযোগিতা করেন উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন।