ঢাকাশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে পৌর শহরে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

50
আব্দুল্লাহ বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
নভেম্বর ৮, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ পৌরসভার নতুনবাজার ও পুরানবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে নিয়ে পরিচালিত এ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা প্রদান করেন।

অভিযানে নতুনবাজারে ধানহাটা থেকে মাছ বাজার পর্যন্ত অবৈধভাবে বসা কয়েকটি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এসব দোকানের তেরপাল দেয়া চাউনী ভেঙে ফেলা হয়। কিছু রশি কাটা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিছু সবজির কেরেটও জব্দ করা হয়। পুরানবাজারে রাস্তায় বসা দোকানগুলোর স্থাপনা সরিয়ে দেওয়া হয়। শত বছরের পুরোনো ধানহাটায় সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সতর্কবার্তা দেয়া হয়েছে। তিনি বলেন, পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে এবং তা কঠোরভাবে পরিচালিত হবে। পৌরসভায় আর কোন অবৈধ স্থাপনা থাকবে না। এছাড়া, বাসিয়া নদীর দুইপাড়ে অবৈধ স্থাপনার বিষয়ে পৌর প্রশাসক জানান, বর্তমানে এই বিষয়ে হাইকোর্টে মামলা চলছে। আদালতের নির্দেশনা আসলে নদীর দুইপাড় থেকে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।