বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাংবাদিক নজরুল ইসলাম দয়াকে আসামি করায় প্রতিবাদ জানানো হয়েছে। নিরপেক্ষ সাংবাদিককে হয়রানি ও পেশাগত কাজে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে উল্লেখ করে নিন্দাসহ অসন্তোষ প্রকাশ করেছে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব।
শনিবার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নজরুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি মামলা হয়েছিল। শেখ হাসিনার পতনের পরও তাকে মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্রমূলক আসামির তালিকায় দেওয়া সাংবাদিকের নাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় প্রতিবাদ নিয়ে সাংবাদিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে।
গত ৫ নভেম্বর রাতে বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে তিন সাংবাদিকসহ আওয়ামী লীগের ১১৪ জনের নামে মামলা হয়। ১১১ নম্বর আসামি করা নজরুল ইসলাম দয়া নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বকুল হোসেন, সাংবাদিক রাসেল মাহমুদ, তানসেন আলী মন্টু, আনোয়ার হোসেন, মিজানুর রহমান মুকুল, মেহেদী হাসান, সুলতান মাহমুদ প্রমুখ।