ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত

50
ইমাম হাসান সোহান, সিনিয়র রিপোর্টার
নভেম্বর ১৪, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ কর্তৃক বোরো -পতিত-রোপা আমন শষ্য বিন্যাসের সরিষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উৎপাদন শীলতা বৃদ্ধি করণের লক্ষ্যে ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয় । ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের খামারপাড়ায় ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া আক্তার (রিভা)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মসউদ ইকবাল, সিনিয়র সাইনটিফিক অফিসার ও প্রধান ব্রি আঞ্চলিক কার্যালয় , ধনবাড়ী, টাঙ্গাইল। বিশেষ অতিথি ছিলেন এ. বি. এম জামিউল ইসলাম , সিনিয়র সাইন্টিফিক অফিসার ব্রি গাজীপুর , ধনবাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, ধনবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ এবং ধনবাড়ী উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ।

উল্লেখ্য ব্রি ধান ১০৩ অল্প জীবনকাল হওয়ায় এই ধান চাষ করে সরিষা আবাদ করা যায় । যত্ন সহকারে চাষ করলে বিঘা প্রতি ২২ মণ ফলন পাওয়া যায় । ধনবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ জানান,’এবার ধনবাড়ী উপজেলায় ৯৯৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে মুশুদ্দী ইউনিয়নে ১০ হেক্টর জমিতে ব্রি ধান ১০৩ চাষ করা হয়েছে । গত বছর ব্রি ধান ১০৩ চাষ করা হয়েছিল ৩ হেক্টর জমিতে । ফলন ভালো হওয়ায় এবং সরিষা চাষ করার সুযোগ থাকায় আগামীতে ধনবাড়ীর সকল ইউনিয়নে এই ব্রি ধান ১০৩ চাষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ‘।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।