কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ১৮ ই নভেম্বর (সোমবার) বেলা ১১টায় সাড়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কালিকাপুর মাঠে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কৃষক মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফিউদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষিবিদ মো: মতলুবর রহমান, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটক্রিং অফিসার কৃষিবিদ মো: আখেরুর রহমান, জেলা বীজ প্রত্যায়ন অফিসের বহিরাঙ্গন অফিসার কৃষিবিদ মো: আদনান বাবু, নন্দীগ্রাম উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম, নাজমুল হক, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা প্রমুখ। বক্তারা উক্ত মাঠ দিবসে তেল জাতীয় ফসলের চাষ এবং উৎপান বৃদ্ধির লক্ষে প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করেন।