ঝিকরগাছা থানাধীন বাঁকড়া হাজিরবাগে আজকে ২২/১/২০২৫ তারিখে সকাল ৮:৩০ মিনিটে সময় আইডিয়াল গার্লস স্কুলের সামনে ইট ভাঁটার মাটি বাহী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত রায় নামে (২৮), যুবকের মৃত্যু হয় তার পিতা সুধাংশু রায়, গ্ৰাম বসতপুর, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা ( নানা হরেন্দ্রনাথ, সাং সোনাকুড়, থানা ঝিকরগাছা, জেলা যশোর এর বাড়িতে থেকে স্বর্ণকারের কাজ শিখতেন ) তিনি প্রতি দিন হাজিরবাগ সড়ক দিয়ে চলাচল করতেন । ঠিক তেমনি আজকেও বাকড়া বাজারে যাবার সময় ইট ভাটার ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।
এছাড়াও এই ঘটনায় সুষ্মিতা রায়(১৫) নামের একটি মেয়ে আহত হয়েছেন যদিও স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এলেকা বাসির দাবি হাজিরবাগ ইউনিয়নে বিভিন্ন ইটভাটার অবৈধ ট্রাক বেপরোয়া হয়ে রাস্তায় চলাচল করে এবং সাধারণ মানুষের চলাচল বিঘ্ন ঘটে ।
শুধু তাই নয় অবৈধভাবে ইটভাটার ট্যাক দিয়ে মাটি উত্তোলনের ফলে রাস্তা গুলোর বেহল দশা করে ফেলেছে ইটভাটার মালিকরা এই ভাবে চলতে থাকলে আগামীতেও বড় ধরনের দুর্ঘটনা হতে পারে ।এলাবাসি আরো জানায় আগামীতে যেনো এই সব অবৈধ ট্রাক রাস্তায় চলাচল করতে না পারে সেই বিষয়ে আইনি সয়হাতা চান তারা।
সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো যে প্রান্তের পরিবার থানায় কোন মামলা করতে চায় না। তার পরিপেক্ষিতে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, নিহতের পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।