ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ভটভটি থেকে ছিটকে পরে চালক নিহত

50
আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
ডিসেম্বর ২৫, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিজের ভটভটি থেকে ছিটকে সড়কে পরে রাসেল (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় ২৫ ডিসেম্বর  সকালে ৩ চাকার ভটভটি নিয়ে মাটি নেওয়ার উদ্দেশ্যে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে এই  মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।ভটভটি নিয়ে ঘটনা স্থলে রাসেল আনুমানিক ১০ টার দিকে পৌঁছলে পকেট থেকে মোবাইল বের করার সময় গাড়িটি রাস্তার গাছের সঙ্গে লেগে গেলে গাড়ি থেকে ছিটকে রোডে পড়ে চালক রাসেল।

পরে স্থানীয়রা ঘটনা স্থলে গিয়ে দেখত পায় রাসেলের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে।পরে তাত্ক্ষণিক আহত রাসেলকে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।এই খবর ছরিয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রাসেল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগভান্ডার পোরা মাদ্রাসা এলকার আজিজুল হকের ছেলে। ভূরুঙ্গামারী সরকারি মেডিকেলের জরুরী বিভাগের দায়িত্ব প্রাপ্ত ডাক্তার নিহতের বিষয়ে বলেন রোগী মেডিকেলে নিয়ে আসার আগেই মারা গেছে।

উক্ত ওয়াডের সাবেক মেম্বার শহিদুল ইসলাম  ও পার্শ্ববর্তী ৩ নং ওয়াডের মেম্বার আব্দুল মোতালেব নিহতের বিষয়ে বলেন ঘটনা সত্যি সে একাই গাড়ি চালাচ্ছিল।সে সময় হয়তো ফোন আসছিলো তাই ফোনের দিকে তাকালে গাড়িটি গাছের সাথে লেগে চালক ছিটকে রোডে পরে গুরুতর আহত হয়।

পরে মেডিকেলে নিয়ে যেতেই সে মারা যায়। ভূরুঙ্গামারী থানার এস আই জাকারিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়া ধিন।লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।