জলঢাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলামের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এয়াকুব নামের এক ভুক্তভোগী ব্যাক্তি।
মঙ্গলবার বিকেলে জলঢাকা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায়, উপজেলার পশ্চিম কাঁঠালী,সাইডনালা বাজারের এয়াকুব তার নিজ জমিতে গাছ কর্তনের সময় এমদাদুলসহ এলাকার কয়েকজন এসে তারকাছে চাঁদাদাবি করে। তাই তাদের বিরুদ্ধে গত ১৬-ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার কাছে অভিযোগ করলে বৈষম্যবিরোধী কয়েকজন নেতা সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে পরিস্থিতি ঠান্ডা করে এবং মীমাংসার ব্যবস্থা করে। এরপরে যে গাছগুলো নিয়ে উভয়পক্ষের সমস্যা সেই গাছগুলো তৃতীয় পক্ষের কাছে স্থানান্তর করার এক পর্যায়ে চাঁদাবাজগণ ক্ষিপ্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের বাধা প্রদান করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বৈষম্যবিরোধী ছাত্ররা পুলিশের সহায়তা নেন। একপর্যায়ে চাঁদাবাজ এমদাদুল গং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে বিষয়টি অবগত করলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বিষয়টি সরেজমিনে তদন্ত না করে ভুক্তভোগী পরিবার এবং বৈষম্যবিরোধী ছাত্রদের কয়েকজনের উপর থানায় মামলার জন্য অভিযোগ দায়ের করে। এ কারণে ভুক্তভোগী পরিবার এবং বৈষম্যবিরোধী ছাত্ররা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের শাস্তির দাবি জানিয়ে জলঢাক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন। সময় উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিনসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।