মোঃ সবুজ, ভোলা জেলা প্রতিনিধি
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়,ইন্সপেক্টর মোহাম্মদ মোরাদ হোসেন ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,জেলা গোয়েন্দা শাখা, ভোলার নেতৃত্বে, এএসআই (নিঃ) মোঃ আল- আমিন হোসেন ও জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় ভোলা সদর থানায় জিডি মূলে ভুক্তভোগীদের হারিয়ে যাওয়া ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক ইন্সপেক্টর মোহাম্মদ মোরাদ হোসেন ইনচার্জ, স্যারের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা কর্তৃক পুলিশের এএসআই (নিঃ) মোঃ আল- আমিন হোসেন সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই বাচাই করার অনুরোধ জানান এবং অননুমোদিত বা পুরাতন ফোন ক্রয় করতে অনুৎসাহিত করেন। এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনগুলো হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এবং দৌলতখান উপজেলার সংবাদকর্মী তার সখের ফোনটি হাতে তিনি বলেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর পুলিশ কর্মকর্তা এএসআই (নিঃ) মোঃ আল- আমিন হোসেন স্যারের আপ্রাণ চেষ্টায় আমি আমার হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছি।
তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।