বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটিকে বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী।
রোববার (২ ফেব্রুয়ারী) দেশের আরো ৮টি জেলার সাথে মানিকগঞ্জ জেলায় আফরোজা খান রিতাকে আহবায়ক করে ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা বিএনপির ৭ সদস্যের ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আফরোজা খান রিতা, প্রথম সদস্য করা হয়েছে এসএ কবির জিন্নাহ, ২য় সদস্য এ্যাড. আজাদ হোসেন খান, ৩য় সদস্য আতাউর রহমান আতা, ৪ র্থ সদস্য এ্যাড. আফম নূরতাজ আলম বাহার, ৫ম সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, ৬ষ্ঠ সদস্য গোলাম আবেদিন কাউছার। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা পর দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল করেন।