সুন্দরবন সংলগ্ন দাকোপের কামালখোলা ও সুতারখালী নলিয়ান এলাকা থেকে তিন জন দুর্ধর্ষ সন্ত্রাসী কে আটক করেছে মোংলা কোস্ট গার্ড ও পুলিশ।
এসময় অস্ত্রসহ দেশীয় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্য ও দাকোপ পুলিশের যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কামালখোলা কালিনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে স-ন-্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক স-ন-্ত্রাসীরা হলো হোসেন মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা (৪০), জহুর সানার ছেলে মো. সোহরাব সানা (৬০), আ. গফ্ফার সানার ছেলে মো. সিরাজুল সানা (৩০)। তারা সবাই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবন তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ২টি দেশীয় একনলা পাইপগান, ১টি চাইনিজ কুড়াল, ৩টি দেশীয় অস্ত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অস্ত্র ব্যবহার করে স-ন-্ত্রাসীরা বিভিন্ন এলাকায় মারধর, লুটপাট, মাছের ঘের দখলসহ নানা স-ন-্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, জব্দ অস্ত্রসহ আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।