নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫-এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয় এর বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী একত্রিত হয়ে এলাকার বিভিন্ন মোড় গুলো বিচরিত করে ও ছাত্রছাত্রীদের মুখে মুখরিত হয়, এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, প্রায় এক ঘন্টা ব্যাপী র্যালী চলতে থাকে। এবং এই র্যালী ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এ সময় ডাঃ তাসমিনা মতিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ শাহাদত হোসেন বলেন, যেহেতু বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে এবং সারা দেশে পালন করা হচ্ছে, তাই আমরাও পালন করছি।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।