1. admin@dainiktalashtimes.com : admin :
  2. etomidetka@example.com : etomidetka :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
 জামালপুরে আপন চাচার চোখ উপরে ফেললো ভাতিজা ঢাকা জামালপুর মহাসড়কে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু রূপগঞ্জে বেকারদের দক্ষ ও কর্মসংস্থানের সুযোগ করার লক্ষ্যে আলিফ লাম মীম সেন্টার উদ্বোধন কারাগারে দাপুটে আ.লীগ নেতাদের ‘মলিন’ ঈদ দেওয়ানগঞ্জে ৩য় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় ধর্ষক গ্রেফতার শিবগঞ্জে অগ্নিকাণ্ডে আমের আড়ৎ ভষ্মিভূত: ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা ভোলায় চাঁদাবাজ, সন্ত্রাস ও নারী ধর্ষক চক্রের বিচারের দাবিতে মানববন্ধন, অভিযুক্ত নারী লাঞ্ছিত লালমনিরহাটে ২২৪ বোতল ফেন্সিডিল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক -২ জন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

ইলন মাস্কের সন্তানের মা দাবি করা কে এই নারী

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২ ,০০ বার শেয়ার হয়েছে

আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না ইলন মাস্কের। তাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। ৩১ বছর বয়সী অ্যাশলে এক্সে পোস্ট করে জানিয়েছেন, ইলন মাস্কের সঙ্গে তার পরিচয় হয় বছর তিনেক আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।

তবে এবার এক নতুন দাবিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার জানিয়েছেন, তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।

৩১ বছর বয়সী অ্যাশলে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘পাঁচ মাস আগে আমি একটি শিশুর জন্ম দিই। আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা।’

এ বিষয়ে এখনো ৫৩ বছর বয়সী ইলন মাস্কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অ্যাশলে জানান, সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তার কথা বিবেচনা করে এতদিন তিনি এই তথ্য প্রকাশ করেননি। তবে কিছু ট্যাবলয়েড সংবাদমাধ্যম বিভ্রান্তিকর খবর ছড়ানোয় তিনি সত্যটা সামনে আনতে বাধ্য হয়েছেন। তিনি গণমাধ্যমকে অনুরোধ করেছেন, যেন তাদের গোপনীয়তা রক্ষা করা হয় এবং এ নিয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ না করা হয়।

অ্যাশলে সেন্ট ক্লেয়ার ‘এলিফ্যান্টস আর নট বার্ডস’ নামের একটি বই লিখে পরিচিতি পেয়েছেন।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে অ্যাশলের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি বর্তমানে ম্যানহাটনে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছেন, যার মাসিক ভাড়া প্রায় ১৫ হাজার ডলার বা প্রায় ১৮ লাখ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাশলের এক প্রতিবেশী জানিয়েছেন, ‘অ্যাশলের সন্তানের বাবা ইলন মাস্ক’—এমন তথ্য শুনে তিনি অবাক হননি, বরং এটি প্রত্যাশিতই ছিল।

যদি এই দাবি সত্যি হয়, তবে অ্যাশলে হবেন ইলন মাস্কের ১৩তম সন্তানের মা। এর আগে মাস্ক চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  • কপিরাইট আইন ২০১৯-২০২৪সর্বত্র সংরক্ষিত
                          কারিগরি সহায়তায়: JHBD